অভিমান থেকেই মুশফিকের অবসর

Daily Ajker Sylhet

banglanewsus.com

০৫ মার্চ ২০২৫, ০২:০৪ অপরাহ্ণ


অভিমান থেকেই মুশফিকের অবসর

স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।

মুশফিকের পারিবারিক সূত্রে জানা গেছে, অবসর নেওয়ার খবরটা পরিবারের লোকজনও খুব বেশি জানতেন না। নিজের বাবাকেই জানিয়েছেন ফোনে মেসেজ দিয়ে, সেটিও রাত ১১টায় অবসর ঘোষণার ১৫-২০ মিনিট আগে। ৩৭ বছর বয়সী মুশফিক ওয়ানডে খেলেছেন ২৭৪টি, রান করেছেন ৭৭৯৫। সেঞ্চুরি ৯টি, হাফ সেঞ্চুরি ৪৯টি। ২০২২ এশিয়া কাপের পর যেভাবে হুট করে অবসর নিয়েছিলেন আন্তর্জাতিক টি-টি-টোয়েন্টি থেকে, এবার ওয়ানডে থেকেও সেভাবে বিদায় জানালেন।

টি-টোয়েন্টির মতো মুশফিকের ওয়ানডে ফর্ম নিয়ে এবারও তুমুল সমালোচনা হচ্ছিল। চ্যাম্পিয়নস ট্রফিতে ২ ম্যাচে মুশফিক ০ ও ২ রানে আউট হয়েছেন। যতই সমালোচনা হোক, বিসিবির ২০২৫ সালের প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তিতে অভিজ্ঞ ক্রিকেটারকে রাখা হয়েছিল।

বিসিবির পরিচালক আকরাম খানকে কালও উত্তর দিতে হয়েছে মাহমুদউল্লাহ-মুশফিকের অবসর নিয়ে। তৃতীয় বিভাগ বাছাইয়ের সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘যারা সিনিয়র খেলোয়াড়, তাদের সম্মান করা উচিত। একমাত্র খেলোয়াড়ই বলতে পারে কখন…ফিটনেস, চাপ কীভাবে নিচ্ছে—একমাত্র খেলোয়াড়ই বুঝতে পারে। তার ওপর নির্ভর করে। ওর ভবিষ্যৎ, ওর সিদ্ধান্ত। বেশি সমস্যা হলে টিম ম্যানেজমেন্ট আছে, তাদের ওপরই ছেড়ে দেওয়া উচিত। বাইরে এটা নিয়ে আলোচনা সম্মানজনক হয় না।’

দুদিন আগে এ নিয়ে বিসিবির আরেক পরিচালক নাজমুল আবেদীন জানিয়েছিলেন, দুই সিনিয়র ক্রিকেটারের সঙ্গেই তাঁরা কথা বলবেন—তাঁদের চিন্তা কী আছে, সেটা নিয়ে আলাপ করবেন।

খেলোয়াড় মুশফিক কঠোর পরিশ্রমী হলেও চারিত্রিকভাবে অনেক ‘ইমোশনাল’ বলেই তাঁর কাছের মানুষ জানেন। তীব্র সমালোচনায় বিপর্যস্ত মুশফিকের মনে যে অভিমানের মেঘ জমেছিল, সেটি সরিয়ে দিতে অবসর ঘোষণাই সেরা উপায় মনে হয়েছে তাঁর কাছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।