পত্নীতলায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত

Daily Ajker Sylhet

banglanewsus.com

০৯ মার্চ ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ণ


পত্নীতলায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত

তানভীর চৌধুরী পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আয়োজনে এবং এনজিও সংস্থা ব্রাক, দ্য হাঙ্গার প্রজেক্ট, কারিতাস এর যৌথ সহযোগীতায় আর্ন্তজাতিক নারী দিবস/২৫ পালিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে মানব বন্ধন শেষে উপজেলা অডিটেরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় মহিলা সংস্থার সমন্বয়ক আমিনুল হকের সঞ্চালনায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবির , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ খালিদ সাইফুল্লাহ, প্রানী সম্পদ কর্মকর্তা আশিষ কুমার দেবনাথ, সমাজ সেবা অফিসার ফিরোজ আল-মামুন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দি হাঙ্গার পজেক্টের সমন্বয়ক আছির উদ্দিন, কারিতাসের একরামুল হক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, এনজিও সংস্থার প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, স্কাউট সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।