পত্নীতলায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৭ মার্চ ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ণ

তানভীর চৌধুরী পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
পত্নীতলা সামাজিক সম্প্রীতি ও বৈচিত্র সুরক্ষায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদর নজিপুরের আল-হেরা ইসলামী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এজেন্ট অফ চেঞ্জ এ বাংলাদেশ ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ লিডারশীপ ইনিটেটিভ প্রকল্পের আওতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পিএফজি এম্বাসিডর সাজেদুর রহমান দুলাল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, সুশাসনের জন্য নাগরিক- সুজন পত্নীতলার সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, সুজন নওগাঁর সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারন সম্পাদক একে সাজু, বিএনপি নেতা আব্দুল মালেক, দি হাঙ্গার প্রজেক্ট নওগাঁর সমন্বয়ক আছির উদ্দীন, স্বদেশ কুমার মন্ডল, সুকমল রায়, ইউপি চেয়ারম্যানগণ, সূধীজন প্রমূখ। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।