ফুটবল বিশ্বকাপের টিকেট পেলো নিউজিল্যান্ড

Daily Ajker Sylhet

newsuk

২৫ মার্চ ২০২৫, ০২:৫৮ অপরাহ্ণ


ফুটবল বিশ্বকাপের টিকেট পেলো নিউজিল্যান্ড

ডেস্ক রিপোর্ট : ফিফা বিশ্বকাপে আবার ফিরছে নিউজিল্যান্ড। গত সোমবার নিউ ক্যালিডোনিয়াকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে অলহোয়াইটরা। ২০১০ সালের পর প্রথমবার বিশ্বমঞ্চে ফিরছে তারা। ১৬ বছর পর বিশ্বকাপে খেলার টিকিট পেতে এদিন গোল করেছেন মাইকেল বক্সাল ও কোস্টা বারবারোসেস। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৫তম আন্তর্জাতিক ম্যাচে নিউজিল্যান্ডের জার্সিতে প্রথম গোল করেন বক্সাল। ঘড়ির কাঁটা ঘণ্টার কাছাকাছি যেতে হেড করে জাল কাঁপান তিনি। পাঁচ মিনিট পর গোলকিপারের মাথার ওপর দিয়ে ভলিতে বল জালে জড়িয়ে ইডেন পার্কের ২৫ হাজারের বেশি দর্শককে আনন্দে ভাসান বারবারোসেস। বদলি নামা এলিজাহ ৮০তম মিনিটে তৃতীয় গোল করেন। তাতেই নিজেদের ফুটবল ইতিহাসে তৃতীয়বার বিশ্বকাপে খেলা সুনিশ্চিত করে তারা। এর আগে ১৯৮২ ও ২০১০ সালের মূল পর্বে খেলেছিল নিউজিল্যান্ড। গত তিনটি আসরে আন্তঃমহাদেশীয় প্লে অফে হারের কারণে ছিটকে যায় তারা। যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বাইরে জাপানের পর দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।