ভারত দুবাইয়ের বাইরে খেললেও চ্যাম্পিয়ন হতো
২৫ মার্চ ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়েছে দুই দিন আগে; কিন্তু একটা বিষয় নিয়ে আলোচনা এখনো চলছে। সব ম্যাচ দুবাইয়ে খেলায় বিশাল সুবিধা পেয়েছে ভারত—টুর্নামেন্ট শুরুর পর থেকেই এমন দাবি জানিয়ে এসেছেন কেউ কেউ। ভারতীয় দল সব ম্যাচ এক ভেন্যুতে খেলায় কোনো রকম ভ্রমণঝক্কি পোহাতে হয়নি। সেখানকার কন্ডিশন ও পিচ সম্পর্কেও তারা স্বচ্ছ ধারণা পেয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ধরনের অভিযোগকারীর তালিকায় আছেন ইংল্যান্ডের সাবেক তিন ক্রিকেটার ডেভিড লয়েড, মাইকেল আথারটন ও নাসের হুসেইন এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
শেষ পর্যন্ত ভারতই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। দুবাইয়ে গত রোববারের ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। গ্রুপ পর্বের তিন ম্যাচ ও সেমিফাইনালেও প্রতিপক্ষরা ভারতীয়দের খুব একটা পরীক্ষায় ফেলতে পারেনি। কিন্তু দুই কিংবদন্তি সুনীল গাভাস্কার ও ওয়াসিম আকরাম মনে করেন, ভারতের এই দল এতটাই শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ যে দুবাইয়ের বাইরে খেললেও তারাই চ্যাম্পিয়ন হতো। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলেছেআইসিসি
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে গাভাস্কার বলেছেন, ‘এটা ভারতীয় দলের দুবাইয়ে খেলার প্রশ্ন নয়। প্রশ্নটা তারা কতটা ভালো খেলেছে। যদি তারা আলাদা ভেন্যুতে খেলত, তবু এটা করে দেখাত। (আইসিসি আয়োজিত সাদা বলের টুর্নামেন্টে) ওরা সর্বশেষ ২৩ ম্যাচের ২২টিতেই জিতেছে। এ সময়ে তারা ভিন্ন কন্ডিশনে, ভিন্ন পিচে খেলেছে। সেখানেও তো তারা জিতেছে। তাই আমি বলব, ভারতকে যদি (চ্যাম্পিয়নস ট্রফির) পাঁচটা ম্যাচ দুবাইয়ের বাইরে খেলতে হতো, এর পরও ফল একই হতো। তারাই চ্যাম্পিয়ন হতো।’
সাদা বলের বৈশ্বিক টুর্নামেন্টে গত দুই বছরে ভারতের একমাত্র হারটি নিজেদের মাটিতেই, আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে। সেই দুঃখ ভুলতে খুব বেশি সময় লাগেনি ভারতের। গত বছর তারা টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। এবার জিতল চ্যাম্পিয়নস ট্রফি।