সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়রের বাসায় হামলা, লন্ডনে সংবাদ সম্মেলন

Daily Ajker Sylhet

newsuk

১০ এপ্রি ২০২৫, ১২:৪৫ অপরাহ্ণ


সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়রের বাসায় হামলা, লন্ডনে সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আনোয়ারুজ্জামান চৌধুরীর সিলেটের পাঠানটুলাস্থ বাসায় , মঙ্গলবার, ২ এপ্রিল বিকালে বিএনপি-ছাত্রদল, যুবদলের দুর্বৃত্তরা সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। এই ন্যক্কারজনক হামলা ভাংচুরের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয় যুক্তরাজ্যের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে লন্ডনের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে কথা বলেন মেয়র জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক সম্পাদক জামাল আহমদ খানের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, সহসভাপতি মাহবুব আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন লিটন, জুবায়ের আহমেদ, হাফিজুর রহমান সেলিম,লন্ডন আওয়ামী লীগ নেতা মামুন করির চৌধুরী, হাফিজ জিলু খান, সাউথ লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজমুল ইসলাম।

Desk: K

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।