ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই যারা মাজার ভেঙেছে তাদের বিরুদ্ধে লড়াই -ফরহাদ মজহার

Daily Ajker Sylhet

newsup

১১ এপ্রি ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ণ


ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই যারা মাজার ভেঙেছে তাদের বিরুদ্ধে লড়াই -ফরহাদ মজহার

জেবি আহমেদ, ঢাকা

কবি ও ভাবুক ফরহাদ মজহার বলেছেন আমাদের মধ্যে শহীদ স্মৃতি রয়েছে। এখন আমরা বুঝাতে পারছি না নির্বাচনকে গণতন্ত্র বলে না। রাষ্ট্রের পক্ষে সব করা সম্ভব না মাজার থেকে অনেক সুযোগ সুবিধা, খাবার-থাকার সুযোগ থাকে সাধারণের জন্য। সেটা চালিয়ে যাবার সুযোগ থাকতে হবে। ভোটে মাফিয়ারা আসে কমিউনিটি আসে না।

তিনি ১১ এপ্রিল শুক্রবার বিকালে ঢাকার মিরপুরের হয়রত শাহ আলী বাগদাদীর মাজার প্রাঙ্গনে গণমানুষের জাগ্রত জুলাই অনুষ্ঠানে প্রথমদিনে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখছিলেন।

ফরহাদ মজহার বলেন যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে চান তাহলে যারা মাজার ভেঙেছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। মাজারে গণতন্ত্র গড়ে উঠে তাই সেটা রক্ষা করতে হবে। জনগণকে বাদ দিয়ে উপর থেকে গণতন্ত্র কায়েম করা যায় না। মাজার শিখায় মানুষের জীবন তুচ্ছ আমল বড়। যারা মাজার ভাঙচুর করছেন তারা স্মৃতি নষ্ট করতে চায়। যারা মাজার ভাঙে প্রেম আলিঙ্গন নষ্ট করতে চায়।

জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুরের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে জাগ্রত রাখতে এবং জুলাই-পরবর্তী ক্ষত পূরণের তাগিদে গণমানুষের রুহানি পরিচর্যার লক্ষ্যে দুই দিনব্যাপি চলবে গণমানুষের জাগ্রত জুলাই।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।