ডেস্ক রিপোর্ট
জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, প্রফেসর ইউনূসের ভালবাসায় সিক্ত হয়ে গড়ে ওঠা দলের সঙ্গে তাঁর কথাবার্তার কোনো মিল নেই।
রবিবার (১৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ভাসানী অনুসারী পরিষদকে ‘ভাসানী জনশক্তি পার্টি’তে রূপান্তর করে আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দেশে এক অদ্ভুত অবস্থা বিরাজ করছে উল্লেখ করে মান্না বলেন, কেউ কেউ বলছেন দেশে নির্বাচন দরকার নেই, শুধু একজন মানুষকেই দরকার—তাঁর নাম প্রফেসর ইউনূস। অথচ, তাঁর কথার সঙ্গে যে দলটি গঠিত হয়েছে, তার মধ্যে কোনো সঙ্গতি খুঁজে পাওয়া যাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘ভোটের পরে তাঁকে (ইউনূসকে) রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে রাখার সুযোগ রয়েছে। কিন্তু যদি তাঁকে ক্ষমতায় রাখতে চান, তাহলে তাঁকে রাজনীতি করতে দিন। তিনি একটি দল গঠন করুন, সবাই মিলে তাঁকে ভোট দিয়ে পাঁচ বছর ক্ষমতায় রাখুক।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। জেবি
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।