এবার মায়ের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে

Daily Ajker Sylhet

newsuk

১৪ এপ্রি ২০২৫, ০১:০২ অপরাহ্ণ


এবার মায়ের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে

ডেস্ক রিপোর্ট : আসছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। শাহরুখ খান অভিনীত রিভেঞ্জ থ্রিলার ‘কিং’-এর ঘোষণার পর থেকেই যেন আগুন লেগেছে সিনে মহলে। একদিকে শাহরুখ খানের অনবদ্য প্রত্যাবর্তন, অন্যদিকে তার রাজকন্যা সুহানা খানের বড় পর্দায় অভিষেকÑএ খবরেই ভক্তদের উত্তেজনা তুঙ্গে। তবে গল্প এখানেই শেষ নয়, এ রাজকীয় সিনেমায় এবার আরও এক মহারানির আগমন হতে চলেছে। তিনি আর কেউ নন, বলিউড দীপিকা পাড়ুকোন। আসন্ন এ সিনেমায় দীপিকা থাকছেন এক বিশেষ চরিত্রে। সুহানার মায়ের ভূমিকায় দেখা যাবে এই সুন্দরীকে। যদিও একে এক্সটেন্ডেড ক্যামিও বলা হচ্ছে, তবে সিনেবিশ্লেষকরা বলছেন, এ চরিত্রই হতে চলেছে সিনেমার কাহিনির টার্নিং পয়েন্ট! দীপিকা, শাহরুখ এবং পরিচালক আনন্দ এল রাই এই ত্রয়ীর রসায়ন দর্শকরা ‘জাওয়ান’ সিনেমায় দেখেছেন। আবারও সেই রসায়ন ফিরছে আরও গভীর, আরও জাঁকজমকভাবে। এদিকে ‘কিং’ চলচ্চিত্রটি শুধু পারিবারিক আবেগে ভরপুর নয়, বরং এটি হতে চলেছে এক চরম প্রতিশোধের থ্রিলার। সিনেমার প্রি-প্রোডাকশন এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং আগামী মাসেই মুম্বাইয়ে শুরু হবে এর শুটিং। শুধু শাহরুখ, সুহানা ও দীপিকাই নন, এ সিনেমায় থাকছেন অভিষেক বচ্চন ও অভয় ভার্মার মতো শক্তিশালী অভিনেতারাও। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে ভারতের প্রেক্ষাগৃহে ঝড় তুলবে ‘কিং’, এমনটিই মনে করছেন সিনেবিশ্লেষকরা।

Desk: K

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।