গাজায় ভোর থেকে ইসরায়েলি হামলায় ৩২ জন নিহত

Daily Ajker Sylhet

newsuk

১৪ এপ্রি ২০২৫, ০১:০৫ অপরাহ্ণ


গাজায় ভোর থেকে ইসরায়েলি হামলায় ৩২ জন নিহত

ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির পর থেকে বর্বর হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। গত মধ্যরাতে গাজার সবশেষ কার্যকর হাসপাতালে ইসরায়েলি বোমা হামলার পর রোববার (১৩ এপ্রিল) ৩২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। চিকিৎসা সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, আজ ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। লাইভ প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো উত্তর গাজার আল-আহলি হাসপাতাল, কেন্দ্রীয় অংশে দেইর এল-বালাহ এবং দক্ষিণে খান ইউনিসে বোমা ফেলেছে।

পৃথক লাইভ প্রতিবেদনে টিআরটি গ্লোবাল জানিয়েছে, দেইর আল-বালাহতে অবস্থিত আল-আকসা শহীদ হাসপাতালের মাঠে বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি গুলিবর্ষণে বেশ কয়েকজন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বর্বরতা শুরুর পর থেকে নিহতের সংখ্যা ৫০ হাজার ৯৪৪ জনে দাঁড়িয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১১১ জন আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১,১৬,১৫৬ জনে দাঁড়িয়েছে। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কেননা উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

Desk: K

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।