জগন্নাথপুরে বৈশাখের বোর ধান কাটার উদ্বোধন : হাওরে ৮০ ভাগ ধান পাকলেই কর্তন করার কৃষকদের ইউএনওর পরামর্শ

Daily Ajker Sylhet

newsuk

১৪ এপ্রি ২০২৫, ০১:২২ অপরাহ্ণ


জগন্নাথপুরে বৈশাখের বোর ধান কাটার উদ্বোধন : হাওরে ৮০ ভাগ ধান পাকলেই কর্তন করার কৃষকদের ইউএনওর পরামর্শ

গোবিন্দ দেব,অতিথি প্রতিবেদক,  ডেস্ক রিপোর্ট : সুনামগঞ্জের হাওর এলাকা জগন্নাথপুর উপজেলায় বৈশাখের অন্যতম ফসল বোরোধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিন সকাল ৯টায় উপজেলার মইয়ার হাওরের ইকরছই এলাকায় বোরোধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া সাদ, উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা, মো, খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, মৎস কর্মর্তা মো, আল আমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি অফিসের কর্মকর্তাবৃন, স্থানীয় কৃষাণ কৃষাণী, ধান কাটার শ্রমিক ও হারভেস্টার মেশিনের মালিকগণ ধান কাটার উৎসব উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কৃষি অফিসার কাওসার আহমেদ বলেন, চলতি বোরো মৌসুমে উপজেলায় ২০ হাজার ৪শত ২৩ হেক্টর জমিতে বোরোধান চাষাবাদ করা হয়েছে । এবারও ফলন ভালো হয়েছে, ধান কাটার শ্রমিক সংকট নেই, এযাবৎ উপজেলায় ৫ভাগ ধান কর্তন করা হয়েছে, আশাবাদী মে মাসের ৫ তারিখের মধ্যে ধান কর্তন শেষ হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ, হাওরে ৮০ ভাগ ধান পাকলেই কর্তন করার জন্য কৃষকদের পরামর্শ দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।