আলোচিত কবি সৌমিত্র দেব এর মৃত্যু

Daily Ajker Sylhet

newsup

১৫ এপ্রি ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ণ


আলোচিত কবি সৌমিত্র দেব এর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

দেশের আলোচিত কবি সৌমিত্র দেব মৃত্যু বরণ করেছেন। মঙ্গলবার রাতে তিনি তার ঢাকার খিলগাঁও এলাকায় মৃত্যু বরণ করেন বলে জানা যায়।

৭ মার্চ ও জাতীয় শোক দিবস বাতিল করে আদেশ জারির প্রতিবাদ করে তিনি আলোচনায় আসেন।

ফেসবুকে তিনি অন্তবর্তীকালিন সরকারের ও পট পরিবর্তিত রাজনীতির কড়া সমালোচক ছিলেন ।
তার শেষকৃত্য কাজ কবির জন্ম স্থান মৌল্ভীবাজারে হবে ।

সৌমিত্র দেব জন্ম ২৭ জুলাই ১৯৭০। বাবা সুশীতল দেব; মা মায়া দেব। ।
বেড়ে উঠেছেন ছবির মতো সুন্দর জেলা শহর মৌলভীবাজারে। লেখালেখির শুরু শৈশবে। কবিতাসহ সাহিত্যের প্রায় সকল শাখায় তার স্বচ্ছন্দ পদচারণা ছিল। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী হলেও তিনি নিজেকে স্বশিক্ষিত মনে করতেন। কারণ পাঠ্য বইয়ের চেয়ে অপাঠ্য বই পড়ার দিকেই তার ঝোঁক ছিল বেশি। পাঠ নিয়েছেন সবচেয়ে বেশি মানুষ আর প্রকৃতির কাছ থেকে। কবিতার জন্য পেয়েছিলেন বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন পদক-২০০৫। ছাত্রজীবনে তিনি প্রগতিশীল ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি প্রগতিশীল লেখক ইউনিয়নে সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছিলেন।
কবিতা নিয়ে ঘুরে বেড়ান পৃথিবীর পূর্ব ‘গােলার্ধ থেকে পশ্চিম গােলার্ধে। ইংরেজিসহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে তার কবিতা ।। সাংবাদিকতায় স্নাতকোত্তর। অনলাইন সংবাদমাধ্যম ‘রেডটাইমস্ বিডি ডটকম’ এর প্রধান সম্পাদক ছিলেন। প্রকাশিত গ্রন্থ ৩০টির বেশি ।

তার মৃত্যুর সংবাদ এ মৌল্ভীবাজারে শোকের ছায়া নেমে এসেছে । ডেস্ক জেবি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।