ঢোঁক গিললেন ট্রাম্প? চিনের ঘাড়ে চাপানো শুল্কের বোঝা কমাবে আমেরিকা! – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:২৫, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ঢোঁক গিললেন ট্রাম্প? চিনের ঘাড়ে চাপানো শুল্কের বোঝা কমাবে আমেরিকা!

newsuk
প্রকাশিত মে ৯, ২০২৫
ঢোঁক গিললেন ট্রাম্প? চিনের ঘাড়ে চাপানো শুল্কের বোঝা কমাবে আমেরিকা!

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট :ঢোঁক গিললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিনা পণ্যের আমদানিতে বেজিংয়ের ঘাড়ে বিরাট কর চাপিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু এবার তিনি ইঙ্গিত দিলেন চিনের উপরে কর কমাতে চলেছে আমেরিকা। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”এতটা বেশি নেওয়া যায় না। এখন তো ১৪৫। আমরা জানি ওটা নেমে আসবেই।”

Manual1 Ad Code

প্রসঙ্গত, ভারত, কানাডা, চিন-সহ একাধিক দেশের উপর ২ এপ্রিল থেকে ব্যাপক হারে শুল্ক চাপিয়েছিল ট্রাম্প প্রশাসন। যদিও চাপের মুখে কিছুটা পিছু হটতে বাধ্য হয় মার্কিন প্রশাসন। পারস্পরিক শুল্কের উপর ৯০ দিনের স্থগিতাদেশ দেওয়া হয়েছে বিশ্বের বাকি দেশগুলির জন্য। কিন্তু রেহাই মেলেনি চিনের। তাদের উপরে ১৪৫ শতাংশ কর চাপিয়ে দেওয়া হয়েছে। এবার সেই করই কমানোর স্পষ্ট ইঙ্গিত দিলেন ট্রাম্প। কবে থেকে কমতে পারে কর? এক সংবাদমাধ্যমের দাবি, আগামী সপ্তাহ থেকেই লাগু হতে পারে নতুন করের হার।
শোনা গিয়েছে, শিগগিরি সুইজারল্যান্ডে উচ্চস্তরীয় বাণিজ্য-বৈঠক করবে আমেরিকা ও চিন। তারপরই এই নিয়ে চূড়ান্ত ঘোষণা হতে পারে। সূত্র বলছে চিনের উপরে চাপানো কর ৫০ থেকে ৫৪ শতাংশে নেমে আসতে পারে। ভারত-সহ দক্ষিণ এশীয় দেশগুলির উপর চাপানো করও কমাতে পারে আমেরিকা। এমনটাই দাবি ওয়াকিবহাল মহলের।

উল্লেখ্য, আমেরিকার অভিযোগ, প্রাথমিক ভাবে ১২৫ শতাংশ শুল্ক চাপানোর পরই সামরিক থেকে মহাকাশ- নানা শিল্পের জন্য জরুরি জার্মেনিয়াম, অ্যান্টিমনি, গ্যালিয়াম ইত্যাদির সরবরাহ স্থগিত করেছিল চিন। যার পর শুল্ক বাড়িয়ে ১৪৫ শতাংশ করেছিল ট্রাম্প প্রশাসন। এদিকে আমেরিকাকে পালটা দিতে চিন তাদের উড়ান সংস্থাগুলিকে নির্দেশ দেয় মার্কিং বহুজাতিক সংস্থা বোয়িং কোম্পানির থেকে নতুন করে যেন কোনও বিমান অর্ডার না করা হয়। এর আগে আমেরিকা চিনকে মোবাইল, কম্পিউটার, বৈদ্যুতিন চিপস-সহ বেশ কিছু পণ্যে করছাড় দেয়। এই সিদ্ধান্তের জেরে কার্যত খাদের কিনারে চলে যাওয়া চিন কিছুটা হলেও উপকৃত হবে বলে মনে করছিল ওয়াকিবহাল মহল। এবার শুল্ক কমানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প।

Manual6 Ad Code

Desk: K

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code