প্রতিবন্ধী যুবককের সাথে নির্মমতা: বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:২৮, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

প্রতিবন্ধী যুবককের সাথে নির্মমতা: বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর

newsup
প্রকাশিত মে ১৪, ২০২৫
প্রতিবন্ধী যুবককের সাথে নির্মমতা: বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে চোর সন্দেহে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। নির্মম নির্যাতনের শিকার আলমগীর মিয়া (২৫) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের পরিবার সূত্রে জানা গেছে, ১২ মে বিকেলে আলমগীর নিজ বাড়ির পাশের নয়া বাজার এলাকা থেকে নিখোঁজ হন। পরদিন রাতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চকসালং গ্রামে তাকে চোর সন্দেহে আটক করে স্থানীয় কয়েকজন ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ইউপি সদস্য কয়ছর রশীদের উপস্থিতিতে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে তাকে মারধর করা হয়। অনেকেই তার প্রতিবন্ধিতা সম্পর্কে অবগত থাকলেও পিটুনি থামানো হয়নি।

আলমগীরের চাচাতো ভাই আবু রায়হান জানান, “আমার ভাই মানসিক প্রতিবন্ধী। সে বাড়িতে ফিরে এসেছে শরীরজুড়ে আঘাতের চিহ্ন নিয়ে। তার কথা অসংলগ্ন, কিন্তু বলেছে কেউ একজন তাকে চোর ভেবে মেরেছে। এমনকি সে নিজের পরিচয়ও দিয়েছিল।”

এ বিষয়ে টিলাগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য কয়ছর রশীদ বলেন, “আমি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা পিটিয়েছে। এলাকায় সম্প্রতি ডাকাতির ঘটনা ঘটায় তারা সন্দেহ করেছিল। পরে বুঝতে পেরে তাকে বাড়িতে পাঠানো হয়।”

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কনক কান্তি সিনহা বলেন, “আলমগীরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

এদিকে কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক জেবি

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।