তুলতুল পেলেন সাউথ এশিয়া গোল্ডেন সিনে স্টার এওয়ার্ড ২০২৫ – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:১০, ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

তুলতুল পেলেন সাউথ এশিয়া গোল্ডেন সিনে স্টার এওয়ার্ড ২০২৫

newsup
প্রকাশিত মে ১৭, ২০২৫
তুলতুল পেলেন সাউথ এশিয়া গোল্ডেন সিনে স্টার এওয়ার্ড ২০২৫

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

সিলেট অফিস

তরুণ লেখক ও কথাসাহিত্যিক শেখ শাম্মী তুলতুল অর্জন করেছেন কথাসাহিত্যে বিশেষ অবদান রাখায় সাউথ এশিয়া গোল্ডেন সিনে স্টার এওয়ার্ড।
তার মেধা ও দক্ষতার সাথে সমাজে নিজেকে প্রমাণ করতে পারায় সনদপত্র ও অ্যাওয়ার দেওয়া হয় তাকে। সামাজিক অসংগতি নিয়ে প্রতিনিয়ত লিখতেন তিনি।
এতে পাঠকের নজরে পড়েন তুলতুল। লেখালেখির প্রাসঙ্গিক বিষয় যুক্তিসঙ্গত বলে মনে করে পাঠকরা। এতে তুমুল আসেন আলোচনায় । তিনি একাধারে একজন লেখক, কবি, উপন্যাসিক ও গল্পকার হিশেবে সামাজিক অঙ্গনের পরিচিত।

Manual3 Ad Code

এ ছাড়াও তিনি শিশুসাহিত্যিক,নজরুল অনুরাগী, রেডিও অনুষ্ঠান উপস্থাপক, খবর পাঠিকা/ভয়েস প্রেজেন্টার ও দাবাড়ু। কালের কন্ঠ, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন ,ইত্তেফাক,খোলা কাগজ, প্রতিদিনের সংবাদ, এন টিভি অনলাইন, মানবকন্ঠ,আজাদী, পূর্বকোণ, সরকারী পত্রিকা শিশু, নবারুণসহ অন্যান্য পত্রিকায়। তাছাড়া তিনি এপার বাংলা ওপার বাংলা দুই জায়গায় সমান তালে লেখনি দিয়ে আলো ছড়াচ্ছেন। তাকে দুই.বাংলার লেখকও বলা হয়ে থাকে। তিনি লেখালেখি করছেন জার্মানি, সিংগাপুর, অস্ট্রেলিয়ার. প্যারিসের বাংলা পত্রিকাগুলোতেও।

Manual6 Ad Code

১৬ মে ২০২৫ বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিকেল ৩ টায় আনুষ্ঠানিকভাবে ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম বরণ্য কবি ও পরিবেশ বিজ্ঞানী হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড ও সনদপত্র তুলে দেন তুলতুলের হাতে ।

Manual2 Ad Code

সাউথ এশিয়া গোল্ডেন সিনে স্টার এওয়ার্ড প্রসঙ্গে তুলতুল বলেন. যেকোন অর্জন দায়িত্ব বাড়িয়ে দেয়। এটিও তেমন। এই পর্যন্ত তুলতুলের প্রকাশিত বইয়ের সংখ্যা ১৬ টি।
লেখালেখির জন্য পেয়েছেন অনেক জাতীয় আর আন্তর্জাতিক পুরস্কার। ডেস্ক জেবি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code