মৌলভীবাজারে কুলাউড়া ও রাজনগর থানার ২ ওসি প্রত্যাহার – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:৫৭, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

মৌলভীবাজারে কুলাউড়া ও রাজনগর থানার ২ ওসি প্রত্যাহার

newsup
প্রকাশিত মে ১৮, ২০২৫
মৌলভীবাজারে কুলাউড়া ও রাজনগর থানার ২ ওসি প্রত্যাহার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফছার ও রাজনগর থানার ওসি মুহাম্মদ মোর্শেদুল হাসান খানকে প্রত্যাহার করা হয়েছে।
গত শনিবার (১৭ মে) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
গত ৪ ডিসেম্বর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক প্রজ্ঞাপনে সিলেট রেঞ্জের বিভিন্ন থানার ওসিসহ কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফছারকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে কুলাউড়া থানার ওসি হিসেবে তিনি বহাল থাকেন।

জানা গেছে, গত ১২ মে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে কুলাউড়া ও রাজনগর থানার ওসিকে অন্যত্র বদলির অনুমতি প্রদানের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠির ভিত্তিতে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফছার ও রাজনগর থানার ওসি মুহাম্মদ মোর্শেদুল হাসান খানকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে অন্যত্র বদলির অনুমতি প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।