ব্রিস্টলস্থ ইয়েট টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি আজিজ চৌধুরী – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৩৭, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ব্রিস্টলস্থ ইয়েট টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি আজিজ চৌধুরী

newsuk
প্রকাশিত মে ১৯, ২০২৫
ব্রিস্টলস্থ ইয়েট টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি আজিজ চৌধুরী

Manual1 Ad Code

মির্জা আবুল কাসেম, ডেস্ক রিপোর্ট : যুক্তরাজ্যের ব্রিস্টলস্থ ইয়েট টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলর মুহিবুল আজিজ চৌধুরী। কাউন্সিলর আজিজ চৌধুরী যুক্তরাজ্যের ইয়েট টাউন কাউন্সিলের বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম কাউন্সিলর। এর আগে তিনি ডেপুটি মেয়র ছিলেন। বর্তমানে চলতি মেয়াদে ইয়েট টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন। আজিজ চৌধুরী লিবডেম পার্টির একজন এক্টিভ মেম্বার। তিনি এমন এক গর্বিত বাংলাদেশি যিনি শতকরা ৯৯ শতাংশ ইংলিশ বাসিন্দা অধ্যুষিত এলাকা ব্রিস্টলের ইয়েট টাউন টাউন কাউন্সিলে একজন নির্বাচিত মেয়র হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। মুহিবুল আজিজ চৌধুরী বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলাস্থ ভাদেশ্বর গ্রামের কৃতি সন্তান। দীর্ঘদিন যাবত তিনি ইয়েট টাউন রাজনীতি ও মানুষের কল্যাণে সেবামূলক কাজ করে যাচ্ছেন।

Manual3 Ad Code

Desk: K

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code