নিউইয়র্কে মেক্সিকান নৌজাহাজের ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল দুইজনের, আহত ১৯ – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:৩৫, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

নিউইয়র্কে মেক্সিকান নৌজাহাজের ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল দুইজনের, আহত ১৯

newsuk
প্রকাশিত মে ২০, ২০২৫
নিউইয়র্কে মেক্সিকান নৌজাহাজের ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল দুইজনের, আহত ১৯

ডেস্ক রিপোর্ট : নিউইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজে শনিবার (১৭ মে) সন্ধ্যায় মেক্সিকান নৌবাহিনীর একটি সেলবোট দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ। ‘কুয়াউতেমক’ নামের এই প্রশিক্ষণজাহাজটিতে সে সময় ২৭৭ জন যাত্রী ও নাবিক ছিলেন। দুর্ঘটনার ফলে চারজন গুরুতর আহত হয়েছেন এবং দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন নগর কর্তৃপক্ষ। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, জাহাজটি বিদ্যুৎ ও যান্ত্রিক সমস্যার সম্মুখীন হয়। ফলে কন্ট্রোল হারিয়ে ব্রুকলিন ব্রিজের পিলারে ধাক্কা খায়, যা জাহাজের মাচ বা মাস্টের সঙ্গে থাকা কয়েকজন নাবিককে আঘাত করে। দুর্ঘটনার পর মোতায়েনকৃত ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা দ্রুত উদ্ধার তৎপরতা চালান।

প্রত্যক্ষদর্শীদের তোলা ভিডিওতে দেখা যায়, আলো দিয়ে সাজানো জাহাজটির মাচটি সোজা ব্রিজের নিচে আঘাত করে, আর নাবিকরা তাতে ঝুলে আছেন। তবে কেউ পানিতে পড়ে যাননি। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, তারা ইতোমধ্যেই তদন্তের জন্য একটি দল ঘটনাস্থলে পাঠিয়েছে। নিউইয়র্ক সিটি পরিবহন বিভাগ জানিয়েছে, ব্রিজের কাঠামোগত কোনো ক্ষতির প্রমাণ এখনো পাওয়া যায়নি এবং ব্রিজটি রাতেই পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। জাহাজটি পিয়ার ১৭ থেকে যাত্রা শুরু করে আইসল্যান্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। মেয়র অ্যাডামস বলেন, ‘আমরা আহতদের ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি এবং দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেওয়া সব প্রথম সাড়াদানকারীকে ধন্যবাদ জানাই।’ এই ঘটনা স্মরণ করিয়ে দেয় সাম্প্রতিক সময়ে জলপথ নিরাপত্তা ও অবকাঠামোর ওপর নজরদারির গুরুত্ব। পরবর্তী তদন্তে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Desk: K

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।