ডেস্ক রিপোর্ট : নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ‘এম্পায়ার উইন্ড ১’ প্রকল্পে স্টপ-ওয়ার্ক অর্ডার প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের পেছনে অ্যাডামস প্রশাসনের টানা কয়েক সপ্তাহের সক্রিয় তদবির ভূমিকা রেখেছে। এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল ৬০টিরও বেশি স্টেকহোল্ডারের সঙ্গে সংলাপ, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে অফিসিয়াল চিঠি, এবং হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মেয়র অ্যাডামসের সরাসরি বৈঠক।
দক্ষিণ ব্রুকলিন মেরিন টার্মিনাল থেকে সরবরাহযোগ্য এই প্রকল্পে নিউইয়র্ক সিটি সরকার ১৬০ মিলিয়ন ডলারেরও বেশি মূলধনী বিনিয়োগ করবে। মেয়র অ্যাডামস বলেন, “নিউইয়র্কবাসী আমাকে নির্বাচিত করেছে তাদের স্বার্থে লড়ার জন্য, এবং প্রতিদিন আমরা তা করে যাচ্ছি। নিউইয়র্ক সিটিকে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অর্থনৈতিক ইঞ্জিনে পরিণত করার মিশনের অংশ হিসেবে আমি এই মাসের শুরুতে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের সদস্যদের সঙ্গে নিউইয়র্কের অগ্রাধিকার ভিত্তিক নানা প্রকল্প নিয়ে আলোচনা করেছি। আজ আমি গর্বিত, কারণ আমাদের সেই আলোচনার একটি সরাসরি ফলাফল আজ আমরা পাচ্ছি।” তিনি আরও বলেন, “এই প্রকল্পটি নিউইয়র্ক শহর এবং যুক্তরাষ্ট্রজুড়ে বিশাল বিনিয়োগ ও হাজার হাজার চাকরি নিয়ে আসবে। একবার চালু হলে এই প্রকল্পটি নিউইয়র্ক সিটির ৫ লাখেরও বেশি বাড়িকে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে — যা শহরের সর্বোচ্চ চাহিদার ৮ শতাংশ।”
স্টপ-ওয়ার্ক অর্ডার জারির পরপরই অ্যাডামস প্রশাসন বাইপার্টিসান রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করে, যার মধ্যে নিউইয়র্ক সিটি ও লং আইল্যান্ডের কংগ্রেশনাল প্রতিনিধিরাও ছিলেন। গত এপ্রিলের শেষদিকে, মেয়র অ্যাডামস ও ডেপুটি মেয়র আদলফো ক্যারিয়ন জুনিয়র সিটি হলে ইকুইনরের রিনিউয়েবল বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জেন্স অকল্যান্ড-এর সঙ্গে বৈঠক করেন। এরপর প্রশাসনের কর্মকর্তারা লুইজিয়ানা, ফ্লোরিডা, মিসিসিপি, সাউথ ক্যারোলাইনা ও টেক্সাসে অবস্থিত ইউএস-ভিত্তিক সাপ্লাই চেইন অংশীদারদের সঙ্গে যোগাযোগ করেন এবং ফেডারেল প্রশাসনের সেক্রেটারিদের কাছে স্টপ-ওয়ার্ক অর্ডার প্রত্যাহারের আনুষ্ঠানিক অনুরোধ পাঠান।
এই মাসের শুরুতে, ফার্স্ট ডেপুটি মেয়র র্যান্ডি মাস্ট্রো হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেন, এবং মেয়র অ্যাডামস নিজে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। পুরো সময়জুড়ে নিউইয়র্ক গভর্নর ক্যাথি হোকুলের অফিস, নিউইয়র্ক স্টেট এনার্জি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (NYSERDA), এবং ইকুইনরের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন শ্রম সংগঠন—যেমন বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ট্রেডস কাউন্সিল ও ইন্টারন্যাশনাল লংশোরম্যানস অ্যাসোসিয়েশন-এর সঙ্গে যোগাযোগ করা হয়। মেয়র অ্যাডামস বলেন, “এই প্রকল্পের পেছনে আমরা দিনরাত পরিশ্রম করেছি, কারণ আমরা জানি এটি শুধু জলবায়ু ও পরিবেশের জন্য নয়, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যও গুরুত্বপূর্ণ। আমি প্রেসিডেন্ট ট্রাম্প ও সেক্রেটারি ডগ বারগামকে ধন্যবাদ জানাই আমাদের অনুরোধ গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য।”
Desk: K
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।