হার্ভাডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা স্থগিত – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৬:৩৬, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

হার্ভাডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা স্থগিত

newsuk
প্রকাশিত জুন ৩, ২০২৫
হার্ভাডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা স্থগিত

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করলে আদালত এই স্থগিতাদেশ দেন। সম্প্রতি বোস্টনের ফেডারেল আদালতে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মার্কিন বিচারক অ্যালিসন ব্যুরোজ রায়ে মামলার শুনানি মুলতবি রেখে হার্ভার্ডের বিরুদ্ধে নিষেধাজ্ঞাটি স্থগিত করেছেন। মামলায় উল্লেখ করা হয়, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তটি প্রতিশোধমূলক। এটি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন করে।

নিষেধাজ্ঞার ফলে হার্ভার্ড ও এতে অধ্যয়নরত সাত হাজারেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর শিক্ষা, গবেষণা ও বসবাস অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। মামলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেন, হার্ভার্ডের মোট শিক্ষার্থীর এক-চতুর্থাংশই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা। তারা বিশ্ববিদ্যালয় ও এর লক্ষ্য অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। অথচ সরকার কলমের খোঁচায় আন্তর্জাতিক শিক্ষার্থী ও তাদের অবদানগুলো মুছে ফেলার চেষ্টা করেছে। অথচ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ছাড়া, হার্ভার্ড আর হার্ভার্ড থাকে না।

ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে বেআইনি হিসেবে অভিহিত করে হাভার্ড কর্তৃপক্ষ। তারা প্রশাসনের সিদ্ধান্তটিকে পক্ষপাতদুষ্ট ও অস্পষ্ট বলে দাবি করেন। চলতি বছরের ১৬ এপ্রিল আন্তর্জাতিক শিক্ষার্থীদের ব্যাপারে প্রশাসনের সঙ্গে বিশ্ববিদ্যায়ের বিরোধ শুরু হয়। গত বসন্তে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরেুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের তথ্য চান দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়কমন্ত্রী ক্রিস্টি নোম। তিনি শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য দেয়ে হার্ভার্ডকে চিঠি দেন। কিন্তু তার অনুরোধ রাখতে ব্যর্থ হয় বিশ্বের অন্যতম সেরা এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। এখান থেকেই ট্রাম্প প্রশাসনের সাথে হার্ভার্ডের দ্বন্দ্বের শুরু হয়।

Desk: K

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।