জার্মানি প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জার্মান পূর্ব শাখা স্বেচ্ছাসেবক দল বার্লিন মহানগরের ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
জার্মান পূর্ব শাখার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সুহেব আহমেদ ও সদস্য সচিব ইব্রাহীম সারোয়ারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সাগর আহম্মেদকে বার্লিন মহানগরের আহ্বায়ক ও সাজ্জাদ হোসেন আলিফকে সদস্য সচিব করা হয়েছে।
এসময় বার্লিন কমিটির নবনির্বাচিত আহবায়ক ও সদস্য সচিব দুজনেই বার্লিন মহানগর কমিটির অনুমোদন দেয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান একইসাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন শাহিন, সেলিম হোসেন, আসলাম ফকির লিটনসহ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জার্মান পূর্ব শাখার আহ্বায়ক মোঃ সুহেব আহমেদ ও সদস্য সচিব ইব্রাহিম সারোয়ার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সাগরের প্রতি।
বিজ্ঞপ্তিতে জার্মান পূর্ব শাখার যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফি, জাকের হোসেন সহ জার্মানিতে বসবাসরত সকল জাতীয়তাবাদী আদর্শের অনুসারীর প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বার্লিনের তরুণ এই দুই নেতা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার পাশাপাশি দেশ ও দেশের মানুষের পাশাপাশি প্রবাসীদের কল্যাণে অর্পিত গুরুদায়িত্ব যথাযথভাবে পালন করতে সবার সহযোগিতা কামনা করেন তরুণ দুই কান্ডারী সাগর ও আলিফ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।