চীনের নার্সিং হোমে প্রবীণদের ওষুধ খাওয়াতে নাচের আয়োজন – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:৩৭, ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

চীনের নার্সিং হোমে প্রবীণদের ওষুধ খাওয়াতে নাচের আয়োজন

newsuk
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৫
চীনের নার্সিং হোমে প্রবীণদের ওষুধ খাওয়াতে নাচের আয়োজন

Manual2 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: চীনের নার্সিং হোম বা বৃদ্ধাশ্রমের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে নিজেদের সম্পর্কে বলা হয়েছে, নব্বইয়ের দশকের কর্তাব্যক্তির পরিচালিত আনন্দময় এক অবসর নিবাস, যেখানে প্রবীণদের জীবনমান উন্নয়নে মনোযোগ দেওয়া হয়। নিজেদের বক্তব্য প্রমাণ করতে গিয়ে বৃদ্ধ বাসিন্দাদের ওষুধ খাওয়াতে তারা যেন করেছিল নৃত্য প্রদর্শনীর আয়োজন। অবশ্য, তাদের এই উদ্যোগ নন্দিত হওয়ার বদলে নিন্দাই হজম করেছে বেশি।

Manual7 Ad Code

দেশটির উত্তরাঞ্চলে হেনান প্রদেশের আনইয়াং শহরে ওই বৃদ্ধাশ্রমটি অবস্থিত। সাউদ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর বৃদ্ধাশ্রমটির নিজস্ব অ্যাকাউন্ট থেকে ওই ভিডিও প্রকাশ করা হয়। এতে দেখা যায়, স্কুলের বাচ্চাদের মতো মিনি স্কার্ট ও টপস পড়া এক পূর্ণবয়স্ক নারী বৃদ্ধদের সামনে নাচছেন। আর এরমধ্যেই ওষুধ খেতে যেসব ব্যক্তির অনীহা রয়েছে, তাদের সেগুলো খাইয়ে দেওয়া হচ্ছে। ভিডিওর ক্যাপশনে বলা হয়, প্রবীণদের ওষুধ খাওয়াতে যা করা দরকার, সব ব্যবস্থাই করবেন আমাদের পরিচালক।

Manual3 Ad Code

তবে তাদের আশানুরূপ ফলের পুরো উল্টো প্রতিক্রিয়া আসে অনলাইনে। ভিডিওটি প্রকাশের পরই চীনা সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়, বিশেষ করে প্রবীণদের মর্যাদা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠে। একজন নেটিজেন মন্তব্য করেন, বয়স্কদের যত্ন নেওয়ার কাজে কি এখন প্ররোচনামূলক নাচও যুক্ত হয়েছে! এর জবাবে সংস্থাটির তরফ থেকে উত্তর দেওয়া হয়, প্ররোচনামূলক নাচের সঙ্গে যে কোনও কিছু যুক্ত হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code