১৯ অক্টোবর, ২৫- রোববার: সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের প্রার্থীদের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় চেয়ারপার্সনের গুলশানস্হ অফিসে মতবিনিময় করেন। এসময় মৌলভীবাজার -২, কুলাউড়া আসনের আমন্ত্রিতদের মধ্যে একমাত্র এডভোকেট আবেদ রাজা উপস্থিত ছিলেন।
আবেদ রাজা বিএনপির দঃসময়ের কান্ডারী। ফ্যাসিস্ট হাসিনা সরকারের ভয়-ভীতি, নির্যাতন, জুলুম তাঁকে রুখতে পারেনি। বার বার পুলিশী নির্যাতনে কারারুদ্ধ ও আহত হয়েছেন। ফ্যাসিস্ট হাসিনার পতনের পূর্বে ২১ জুলাই, ২৪ তাঁকে ঢাকার বাসা থেকে গ্রেফতার করা হয় এবং কারাগারে তাঁর পা ভেংগে যায়। ৬ আগষ্ট,২৪ মুক্তির পর দীর্ঘদিন চিকিৎসারত ছিলেন।
তাঁর মত সৎ, আদর্শবাদী, নির্লোভ, বিচক্ষণ নেতৃত্বের খুবই প্রয়োজন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।