আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে— এমন আশঙ্কা প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তার দাবি, কিছু ইসরায়েলি নেতা যুদ্ধবিরতির আড়ালে নতুন সহিংসতা উসকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
শনিবার (১ নভেম্বর) আঙ্কারায় এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারগুস সাখনার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ফিদান বলেন, “সারা বিশ্বের চোখের সামনে যে অন্যায় চলছে, তা বন্ধে এখনই আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত।”
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গাজায় স্থায়ী শান্তি নিশ্চিত করতে হলে ইসরায়েলকে অবশ্যই যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে হবে।
একই সংবাদ সম্মেলনে এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারগুস সাখনা গাজার মানবিক পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “ইসরায়েলের ওপর চাপ বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই।” সাখনা আরও জানান, এস্তোনিয়া জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে এবং ইউএনআরডব্লিউএয়ের মাধ্যমে নিয়মিত মানবিক সহায়তা পাঠাচ্ছে।
শেষে হাকান ফিদান সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, “নেতানিয়াহু যুদ্ধবিরতি ভেঙে গাজায় গণহত্যা আবার শুরু করার অজুহাত খুঁজছেন।” তিনি জানান, তুরস্ক বর্তমানে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা ও মানবিক সহায়তা অব্যাহত রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।