মিশিগান প্রতিনিধি
মিশিগানে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড অর্থহীন-এর কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ নভেম্বর। অনুষ্ঠানটি আয়োজন করছে ডার্কওয়েব প্রেজেন্টস, যার ভেন্যু নির্ধারণ করা হয়েছে ওয়ারেন সিটির ১২ মাইল রোডের আনন্দ মঞ্চ অডিটোরিয়ামে।
এই কনসার্ট উপলক্ষে শনিবার সন্ধ্যায় হ্যামট্রাম্যাক সিটির রাধুনি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজক কমিটির সদস্য আবির রাহমান অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও আয়োজনের বিস্তারিত তুলে ধরেন।
কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে অর্থহীনের পাশাপাশি আরও পাঁচটি জনপ্রিয় ব্যান্ড—ডার্কওয়েভ, র্যাক ইন দ্য ব্যাক, রাফি আলাম, বারুদসহ মোট পাঁচটি ব্যান্ড অংশ নিচ্ছে।
টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে —
🎟 স্টুডেন্ট: $15
🎟 সাধারণ: $25
🎟 ভিআইপি: $40
🎟 ভিভিআইপি: $90
প্রেস কনফারেন্সে রাজশ্রী চৌধুরী গৌরব এবং শুভ কামালও উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।