ইউরোপিয়ান বাংলাদেশী সোসিয়াল অর্গানাইজেশনের ঈদ পূর্নমিলনী ও আলোচনা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:১৬, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ইউরোপিয়ান বাংলাদেশী সোসিয়াল অর্গানাইজেশনের ঈদ পূর্নমিলনী ও আলোচনা

প্রকাশিত আগস্ট ১৮, ২০১৭
ইউরোপিয়ান বাংলাদেশী সোসিয়াল অর্গানাইজেশনের ঈদ পূর্নমিলনী ও আলোচনা

রাজু আহমেদ ঃ ইউরোপের বিভিন্ন দেশে থেকে বৃটেনে আসা বাঙালীদের নিজেদের মধ্যে পারস্পারকি সহযোগিতা সহমর্মিতা ও নানাভাবে সাহায্য করার লক্ষ্যে নবগঠিত সংগঠন ইউরোপিয়ান বাংলাদেশী সোসিয়াল অর্গানাইজেশন বার্মিংহাম ইউকে‘র উদ্যোগে বার্মিংহামে এক ঈদ পূর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নকভূক্ত বিভিন্ন দেশে থেকে আসা বাঙ্গালী,তাদের পরিবার পরিজন ও কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ৭ অগাষ্ট বার্মিংহামের স্মলহীথের একটি রেষ্টুরেন্টে এই ঈদ পূর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায বক্তারা ইউরোপিয়ান ইউনিয়নভূক্ত বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী বাঙালীদের একটি ঐক্যবদ্ধ প্লাটফরমে আনার প্রত্যয়ে ইউরোপিয়ান বাংলাদেশী সোসিয়াল অর্গানাইজেশন বার্মিংহাম ইউকে‘ গঠন করা হয়েছে বলে জানান। সংগঠনের সভাপতি সেলিম খান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আতিথি হিসেবে যোগ দেন বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিমণরা মোহাম্মদ জুলকার নাইন। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুর হোসেন। বক্তব্য রাখেন এ কে এম এমদাদদুল হক,আমজাদ হোসেন,ময়না মিয়া,শহীদুল ইসলাম,জাবেদ হোসেন,নজরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে মিসবাউর রহমান মিসবাহ,সৈয়দ জমশেদ আলী,জুম্মাহ আহমেদ লিটু,মোস্তফা কামাল বাবলুসহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।