লেবাননে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
১৮ মার্চ ২০১৮, ০৭:০৪ পূর্বাহ্ণ

যথাযথ মর্যাদায় লেবানন বাংলাদেশ দূতাবাসে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। শনিবার (১৭ মার্চ) দিবসটি পালন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
বাংলাদেশ সরকারের নিযুক্ত বৈরুত দূতাবাসের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গ, আওয়ামীলীগ,লেবানন প্রবাসী বাংলাদেশিরা এবং শিশুরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। আলোচনা সভায় রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শিশুদের জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা জানান।
এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়। জাতীয় শিশু দিবস উপলক্ষে ১১ মার্চ দূতাবাসে আয়োজিত দিবসটি উপলক্ষে বাংলাদেশি শিশুদের অংশ গ্রহনে রচনা লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন। শেষে লেবানন প্রবাসী শিল্পীর গাওয়া গানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয়।