
নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এনড্রো নামে আরেক ভীন্ন ধর্মাম্বলী। ধর্মান্তরিত হওয়ার পর তার নামকরণ করা হয় ইব্রাহীম। গত ১৩ জানুয়ারী রোববার বিকেলে তাকে কালেমা পড়িয়ে ইসলাম ধর্ম গ্রহণ করান বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। এসময় মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ শেষে ইব্রাহীম বলেন, ইসলাম একটি মহান ধর্ম। ইসলাম ধর্মের মহত্ব অনুধাবন করে স্বেচ্ছায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
উল্লেখ্য, এর আগে গত ১২ সেপ্টেম্বর বাংলাবাজার জামে মসজিদে ফিফটি নামে আরেক ভীন্ন ধর্মাম্বলী ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ফিফটির নামকরণ করা হয় মোহাম্মদ আবদুল্লাহ।
এদিকে আলহাজ গিয়াস উদ্দিন জানান, এনড্রো ও ফিফটির ইসলাম ধর্ম গ্রহণের মধ্য দিয়ে অন্যরাও ইসলাম ধর্ম গ্রহণে অনুপ্রাণীত হবেন বলে আশা করছি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।