ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন বলিউড তারকা শাহরুখ খান। মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয় নবান্নে তাদের বৈঠক হয়। দুই ঘণ্টার এই বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা করেন দুজন।
বৈঠক শেষে শাহরুখ খান বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, আমাদের সম্পর্ক হলো দিদি–ভাইয়ের। মমতা দিদি কলকাতা নাইট রাইডার্সের সাফল্য কামনা করেছেন।
নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ‘ভি’ চিহ্ন দেখিয়ে শাহরুখ খান বলেন, আমরা সবাই জিতব। কলকাতাকে আমি খুব ভালোবাসি। উই উইল অল উইন দিস ইয়ার। এসময় শাহরুখ খানের পাশে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।