কাতারে বাংলাদেশের স্বাধীনতা দিবসে কূটনীতিকদের অভ্যর্থনা – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:৪৫, ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

কাতারে বাংলাদেশের স্বাধীনতা দিবসে কূটনীতিকদের অভ্যর্থনা

প্রকাশিত মার্চ ২৮, ২০১৯
কাতারে বাংলাদেশের স্বাধীনতা দিবসে কূটনীতিকদের অভ্যর্থনা

Manual2 Ad Code

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে অভ্যর্থনা ও নৈশভোজের আয়োজন করেছে কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (২৬ মার্চ) স্থানীয় সময় রাত ৮টায় পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড হায়াতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

Manual6 Ad Code

অনুষ্ঠানের শুরুতে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ, শ্রম কাউন্সিলর মোস্তাফিজুর রহমান, রবিউল ইসলাম, পাসপোর্ট বিভাগের প্রথম সচিব নাজমুল হাসান, প্রথম সচিব ও দূতালয় প্রধান মাহবুব রহমান, তৃতীয় সচিব মনিরুজ্জামান চৌধুরী, শাহ আলম আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

ভারত, পাকিস্তান, আলজেরিয়া, ওমান, আরব আমিরাত, শ্রীলংকা, লিবিয়া, জর্ডান, আমেরিকা, তিউনিশিয়া, সুদান, ইরাক, যুক্তরাজ্য, জাপান, চীন, কোরিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই, মিসর, থাইল্যান্ডের রাষ্ট্রদূত, নেপাল, কোরিয়া, ব্রাজিল, গ্রিসসহ ৭০টি দেশের বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও কাউন্সিলররা অনুষ্ঠানে যোগদান করেন।

 

 

 

Manual2 Ad Code

বাংলাদেশ ও কাতারের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর রাষ্ট্রদূত আসুদ আহমেদ তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য সবার সামনে তুলে ধরেন। বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার অভিমতও ব্যক্ত করেন। পরে রাষ্ট্রদূত অতিথিদেরকে সঙ্গে নিয়ে কেক কাটেন। রাষ্ট্রদূত অতিথিদের সঙ্গে কৌশল বিনিময় করেন এবং নৈশভোজে আমন্ত্রণ জানান।

 

পরে কাতারের বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code