টেকনাফে মালয়েশিয়াগামী ১১৫ রোহিঙ্গা আটক - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৪:৪৬, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

টেকনাফে মালয়েশিয়াগামী ১১৫ রোহিঙ্গা আটক

প্রকাশিত এপ্রিল ৫, ২০১৯
টেকনাফে মালয়েশিয়াগামী ১১৫ রোহিঙ্গা আটক

ডেস্ক রিপোর্ট :: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ঢালার মুখ থেকে শুক্রবার সন্ধ্যায় মালয়েশিয়াগামী ১১৫ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৫০ পুরুষ, ৩৯  নারী ও ২৬ শিশু রয়েছে।

আটকরা সবাই উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ বাহারছাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনোয়ার হোসেন বলেন, দালালদের মোটা অংকের টাকা দিয়ে ১১৫ রোহিঙ্গা মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিয়েছে। এমন তথ্যে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরো বলেন, রোহিঙ্গারা ঢালার মুখে নৌকার জন্য অপেক্ষা করছিল। তারা মিয়ানমারের নাগরিক বলে স্বীকারোক্তিও দিয়েছে। এছাড়া সমুদ্রে একটি বড় জাহাজ নোঙ্গর করা অবস্থায় রয়েছে। সেটিতে তাদের তুলে দেয়ার কথা বলে নিয়ে আসে দালালরা। আটক সব রোহিঙ্গাদের স্ব-স্ব ক্যাম্পে পাঠানোর কাজ চলছে। পাশাপাশি জড়িত দালালদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।