জিপিএ-৫ পেয়েছেন ভ্যানচালক সাকিব - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১২:৫২, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

জিপিএ-৫ পেয়েছেন ভ্যানচালক সাকিব

প্রকাশিত মে ১০, ২০১৯
জিপিএ-৫ পেয়েছেন ভ্যানচালক সাকিব

ডেস্ক রিপোর্ট :: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ভ্যানচালক সাকিব শেখ। সে নগরকান্দা উপজেলার তালমা ইউপির তালমা গ্রামের আজমত শেখের ছেলে।

সাকিব শেখ তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। হতদরিদ্র একটি দিনমজুর পরিবারে জন্ম নিয়ে পড়াশুনার পাশপাশি জীবিকা উপার্জনের জন্য ভ্যান চালায় সে।

সাকিবের হতদরিদ্র বাবা আজমত শেখ একজন দিনমজুর। বসতবাড়ির ৫ শতাংশ জমি ছাড়া সহায় সম্বল বলতে তাদের আর কোনো সম্পদ নেই। পরিবারে তার মা ছাড়াও আরো এক ভাই ও বোন রয়েছে।

সাকিবের বাবা আজমত শেখ জানান, পরিবারের সবার চাহিদা পূরণ করা তার পক্ষে সম্ভব হয়না। তাই ছেলেকেও উপার্জনের পথে নামাতে বাধ্য হন। তবে পাশাপাশি সে পড়াশুনাও চালিয়ে আসছে। ছেলের এ সাফল্যে তিনি অনেক খুশি।

সাকিব জানান সে ভবিষ্যতে আরো পড়াশুনা করতে চায়। ভবিষ্যতে সে একজন ভালো চিকিৎসক হতে চায়। যাতে তার মতো হতদরিদ্রদের সেবা করতে পারে। সাকিবের পড়াশুনা যাতে অব্যাহত থাকে এজন্য সবার দোয়া ও সহায়তা কামনা করেছে তার পরিবার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।