গা ঢাকা দিয়েছেন ওসি মোয়াজেম – BANGLANEWSUS.COM
  • ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

 

গা ঢাকা দিয়েছেন ওসি মোয়াজেম

প্রকাশিত মে ২৮, ২০১৯
গা ঢাকা দিয়েছেন ওসি মোয়াজেম

সংবাদদাতা রংপুর :: গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় গা ঢাকা দিয়েছেন ফেনীর সোনাগাজীর আলোচিত ওসি মোয়াজেম হোসেন। মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের ঘটনায় আলোচনায় আসা এই ওসি নানা বিতর্কের জন্ম দেন।

সোমবার ঢাকার সাইবার ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ জগলুল হোসেন ওসি মোয়াজেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

নুসরাত হত্যাকাণ্ডে সাময়িক বরখাস্ত হওয়া ওসি মোয়াজেমকে রংপুর রেঞ্জে বদলি করা হলে তিনি রংপুর রেঞ্জ অফিসে যোগ দেন। তাকে রংপুরে দেখা গেলেও সোমবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর এখন তিনি কোথায় আছেন তা পুলিশের কোনো কর্মকর্তা বলতে পারছেন না।

রংপুর রেঞ্জের ডিআইজি অফিসের স্টাফ অফিসার সহকারী এসপি শরিফুল ইসলাম বলেন, সংযুক্তির আদেশ দেয়ার পর কয়েকদিন আগে মোয়াজ্জেম হোসেন রংপুরে রেঞ্জে যোগদান করেছেন। ঢাকায় পুলিশ সদর দফতরে তলব করায় তিনি ঢাকায় গেছেন বলে শুনেছি। এখন কোথায় আছেন সেটা জানি না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।