সংবাদদাতা ময়মনসিংহ :: শিশু মাসুদ তার পালিত রাজহাঁসটি বিক্রি করে ঈদের জন্য শার্ট কিনতে চেয়েছিলো। হাঁসটির দাম হয়েছে ৫শ টাকা। খবরটি ফেসবুকে আসে এরপরই সাড়া পড়ে মানুষের মধ্যে। এরই মধ্যে তার বাড়িতে অনেকেই পোশাক নিয়ে হাজির হয়েছেন।
খুবই ছোট একটি সংবাদ। কিন্তু এই সংবাদটিই মূহুর্তে দেশের সেরা সংবাদ।
স্কুল ড্রেস ছাড়া শিশু মাসুদের আর কোনো পোশাক নেই। তাই সারাদিন কাটে তার স্কুল ড্রেস পরেই। মাসুদ এবার বায়না ধরেছে ঈদে নতুন পোশাক কিনবে। কিন্তু অভাবী বাবার সেই সামর্থ্য নেই। তাই নিজেই বাড়ির একমাত্র রাজহাঁসটি নিয়ে হাজির হয়েছে স্থানীয় হাটে।
সম্প্রতি শিশু মাসুদের দেখা মেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গাংধরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁচকাঠা বাজারে। সেখানে বিদ্যালয়ের পোশাক পড়া দেখে তার সঙ্গে কথা বলতে গিয়ে জানা গেল হাঁস বিক্রির কারণ।
মাসুদ কলমাকান্দা উপজেলার সন্ধ্যাওয়ালা গ্রামের কৃষক আলফত আলীর ছেলে। সে গাংধরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
মাসুদের সঙ্গে কথা বলার ঘণ্টাখানেক পর বাজারে এলেন তার দাদা মঙ্গল আলী।
তিনি বলেন, ছোট মানুষ খুব বায়না ধরেছে ঈদে নতুন জামা তাকে কিনে দিতেই হবে। এক কাপড় পরেই চলাচল করতে হয় তাকে। অভাবের সংসারে কারও হাতেই ঈদ করার মতো টাকা নেই। শেষে উপায় না দেখে বায়না মেটাতে রাজহাঁসটি বিক্রি করতে বলে আমার ছেলে (মাসুদের বাবা)। হাঁস বিক্রি হলে সেই টাকা দিয়েই ঈদের নতুন জামা-প্যান্ট কিনবে মাসুদ।
মাসুদ জানায়, মাত্র ৫০০ টাকায় হাঁসটি বিক্রি করেছে সে। কিন্তু সেই টাকায় এখনো কোনো পোশাক কিনেনি। কারণ এরইমধ্যে অনেকেই তাকে কিছু নগদ টাকা ও কয়েকটি পোশাক কিনে দিয়েছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।