নিউইয়র্ক স্টেট ও সিটির সাথে স্টুডেন্ট বিনিময় ও বানিজ্য বৃদ্ধিতে চল চল চল বাংলাদেশে চলঃ———-

Daily Ajker Sylhet

০৫ ডিসে ২০১৯, ০২:২৮ পূর্বাহ্ণ


নিউইয়র্ক স্টেট ও সিটির সাথে স্টুডেন্ট বিনিময় ও বানিজ্য বৃদ্ধিতে চল চল চল বাংলাদেশে চলঃ———-

নিউইয়র্ক স্টেটে জন সংখ্যা ২ কোটির মত ৷নিউইয়র্ক স্টেটে সরকারী ৬৪টি বিশ্ববিদ্যালয় ও ১৮৬ টি বেসরকারী বিশ্ববিদ্যালয় আছে ৷নিউইয়র্ক স্টেটের গভর্ণর,নিউইয়র্ক সিটির মেয়র, নিউইয়র্কে ইউ এস সিনেটর ও কংগ্রেসম্যানদের সাথে বাংলাদেশী আমেরিকানদের সুসম্পর্ক আছে ৷ এই সুসম্পর্ককে কাজে লাগিয়ে, গভর্ণর, মেয়র, সিনেটর ও কংগ্রেসম্যানদের বাংলাদেশে নিয়ে গেলে বাংলাদেশের ১০৩ টি বিশ্ববিদ্যালয়ের সাথে স্টুডেন্ট বিনিময় চুক্তি করলে বাংলাদেশ ও নিউইয়র্ক স্টেট অর্থনৈতিকভাবে লাভবান হবে ৷অন্যদিকে নিউইয়র্ক স্টেটের ২ কোটি ও আমেরিকার ৩৩ কোটি জনগণের চাহিদামত ঔষধ, ফার্নিসার,জুতা ও নিত্য প্রয়োজনীয় পণ্য বাংলাদেশে তৈরী করে আমেরিকায় রপ্তানী করলে বাংলাদেশের ৪ কোটি বেকার লোকের কর্মসংস্হানের সুযোগ হবে ও বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিনত হবে ৷ ফেসবুকের সন্মানিত বন্ধুগণ আপনারও অাপনাদের  বুদ্ধি দিয়ে এই কাজকে এগিয়ে নেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি ৷আমি আমার প্রবাসের ৪০ বছরের অভিজ্ঞতা দিয়ে দুই কলম লিখে মা জননী মাতৃভুমির ঋণ শোধ করতে চাই ৷ আল্লাহ আমাদের সহায় হউন ৷

 

হাসান আলী প্রেসিডেন্ট অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকান্স ৷

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।