কুলিয়ারচরে স্যানিটারী ন্যাপকিন বিতরণ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:৪৪, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

কুলিয়ারচরে স্যানিটারী ন্যাপকিন বিতরণ

ADMIN, USA
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৯
কুলিয়ারচরে স্যানিটারী ন্যাপকিন বিতরণ

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে কিশোরী প্রজনন স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা ও স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের বেগম নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে জাইকা‘র অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া ও অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আজিজ।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আজিজের সভাপতিত্বে কিশোরী প্রজনন স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুশফিকুর রহমান, জাইকা প্রতিনিধি রুজি পারভীন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উছমানপুর ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম ক্বারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শাহ নবী, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মোঃ নাঈমুজ্জামান নাঈম, শরীফুন্নেছা শুভ্রা, ফারজানা আক্তার ও শাহীন সুলতানা সহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ের উপর সচেতনামূলক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আলী হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু হানিফ ও উপজেলা নির্বাহী অফিসের নাজির মোঃ রাফিউল হক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।