মৌলভীবাজারের কৃতি সন্তান সাবেক পররাষ্ট্রসচিব ও কূটনীতিক সৈয়দ মোয়াজ্জেম আলী আর নেই - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১২:৩৩, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মৌলভীবাজারের কৃতি সন্তান সাবেক পররাষ্ট্রসচিব ও কূটনীতিক সৈয়দ মোয়াজ্জেম আলী আর নেই

ADMIN, USA
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৯
মৌলভীবাজারের কৃতি সন্তান সাবেক পররাষ্ট্রসচিব ও কূটনীতিক সৈয়দ মোয়াজ্জেম আলী আর নেই
হাসানাত কামাল ::
সোমবার ৩০ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সাবেক এই কূটনীতিকের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
লেখক সৈয়দ মুজতবা আলীর ভাতিজা সৈয়দ মোয়াজ্জেম আলীর জন্ম ১৯৪৪ সালে সিলেটে। বড় ভাই এসএম আলী ছিলেন ডেইলি স্টারের প্রতিষ্ঠাতা সম্পাদক।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রিধারী মোয়াজ্জেম আলী ১৯৬৮ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন।
১৯৭১ সালে ওয়াশিংটনে কর্মরত অবস্থায় বিদ্রোহ করে স্বাধীন বাংলাদেশের প্রতি আনুগত্যের ঘোষণা দেন তিনি। এরপর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
দীর্ঘ কর্মজীবনে ভুটান, ইরান ও ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন মোয়াজ্জেম আলী। ওয়াশিংটন, ওয়ারশ, জেদ্দার পাশাপাশি নয়া দিল্লি মিশনেও তিনি কাজ করেছেন।
মোয়াজ্জেম আলী বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে ইউনেস্কোর কাছে ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস খসড়া প্রতিবেদন দিয়ে ভাষা আন্দোলনকে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে ভূমিকা রাখেন।
পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালনের পর ২০০১ সালে অবসরে যান পেশাদার এই কূটনীতিক। পরে ২০১৪ সালে আওয়ামী লীগ সরকার আবার তাকে কূটনৈতিক দায়িত্বে ফিরিয়ে আনে হাই কমিশনার করে দিল্লি পাঠায়। প্রতিমন্ত্রীর মর্যাদায় ওই দায়িত্ব পালন শেষে সম্প্রতি তিনি দেশে ফেরেন।
তাঁর পিতা ছিলেন ইতিহাসবিদ সৈয়দ মুস্তফা আলী। তিন ভাইয়ের মধ্যে মুস্তফা আলী ছিলেন বড়। ইতিহাসবিদ সৈয়দ মুর্তাজা আলী তাঁর চাচা। ছোট চাচা বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক, বহু ভাষাবিদ, পন্ডিত সৈয়দ মুজতবা আলী।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।