হাত ধরে টানাটানি, ক্ষেপলেন পোপ ফ্রান্সিস - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৬:১৮, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

হাত ধরে টানাটানি, ক্ষেপলেন পোপ ফ্রান্সিস

ADMIN, USA
প্রকাশিত জানুয়ারি ১, ২০২০
হাত ধরে টানাটানি, ক্ষেপলেন পোপ ফ্রান্সিস

খ্রীস্টান ধর্মের শীর্ষনেতা পোপ ফ্রান্সিস ইংরেজি নতুন বছরের সূচনায় ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে সেখানে আগত বহু শিশু ও নারী পুরুষদের অভিনন্দন জানিয়েছেন। তবে অভিনন্দন জানাতে গিয়ে সেখানে এক ঘটনায় খানিকটা বিরক্তি প্রকাশ করেছেন।

সিএনএন ও গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, পোপ ফ্রান্সিস হাত নেড়ে নেড়ে সবাইকে নতুন বছরের অভিনন্দন জানাচ্ছিলেন। এসময় এক নারী পোপ ফ্রান্সিসের হাত ধরে জোর করে তার দিকে টেনে নিয়ে যায়। এতে খানিকটা ক্ষিপ্ত হন পোপ ফ্রান্সিস।

 

ওই নারীর হাত ছাড়াতে পোপ ফ্রান্সিস আস্তে করে ওই নারীর হাতে মারেন। এসময় পোপ ফান্সিসের মুখে বিরক্তির ছাপ দেখা যায়।

 

এছাড়া পোপ ফ্রান্সিস সেসময় হাল্কা চিৎকার করে উঠেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। ওই নারী কিছু একটা বলতে চাচ্ছিলেন পোপ ফ্রান্সিসকে। তবে কি বলতে চেয়েছেন তা পরিস্কার শোনা যায়নি।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।