বাবার কবর জিয়ারত করে প্রচারযুদ্ধে ইশরাক - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:০০, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বাবার কবর জিয়ারত করে প্রচারযুদ্ধে ইশরাক

ADMIN, USA
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২০
বাবার কবর জিয়ারত করে প্রচারযুদ্ধে ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার পর বাবা অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার শুরু করেছেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

শুক্রবার দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ আদায়ের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতাদের পাশে নিয়ে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রেখে ভোটের প্রচার শুরু করেন ইশরাক।

 

দেশবাসীর কাছে দোয়া চেয়ে ইশরাক হোসেন বলেন, আমি ধানের শীষের প্রার্থী। ইনশাল্লাহ আমরা বিজয়ী হয়ে খালেদা জিয়াকে মুক্ত করে আনবো। আপনারা ধানের শীষে ভোট দেবেন। এই প্রার্থীকে পরিচয় করিয়ে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, এই আন্দোলন গণতন্ত্র মুক্ত করবার আন্দোলন। খালেদা জিয়াকে মুক্ত করবার আন্দোলন। পরে দলীয় নেতাকর্মীদের একটি মিছিল বাইতুল মোকাররম থেকে শুরু করে পুরানা পল্টন মোড় হয়ে দৈনিক বাংলা মোড়ের দিকে যায়। পরে মহাসচিবসহ নেতৃবৃন্দ ইশরাকের পক্ষে মানুষের কাছে লিফলেট বিতরণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।