বাসাইল (টাঙ্গাইল) :
টাঙ্গাইলের বাসাইলে পালপাড়া মন্দির রক্ষায় মানবন্ধন এবং সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা। শনিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় দুই শতাধিক সনাতন ধর্মাবালম্বী নারী-পূরুষ এ মানবন্ধনে অংশ গ্রহন করেন।
বাসাইল পালপাড়া সার্বজনিন মন্দিরে প্রায় এক’শ যাবৎ পুজা আর্চনা করে আসছেন পালপাড়াসহ পাশ^বর্তী ৮টি গ্রামের সনাতন ধর্মাবলম্বী মানুষ। সম্প্রতি মন্দির সংস্কারের জন্য সরকারি অনুদান আসলে মন্দির কর্তৃপক্ষ সংস্কার কাজ শুরু করে। কিন্তু মন্দীরের জায়গাটির পাশ^বর্তী বন্ধ থাকা স্বল্পব্যয় প্রাথমিক বিদ্যালয়ের জায়গা বলে দাবী করেন কল্পনা রানী পাল নামের ওই বিদ্যালয়ে জমিদানকারী এক নারী। এ বিষয়ে একাধিক মামলা থাকায় ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানসহ মন্দির সংস্কারের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। মানববন্ধনে অংশ নিয়ে তারা খুব দ্রুত মামলা সংক্রান্ত সকল জটিলতার সমাধান এবং যথাযথ প্রক্রিয়ায় মন্দির ও বিদ্যালয় নির্মানের দাবি জানান।
এর আগে সকালে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তাদের দাবী তুলে ধরেন মন্দির সংস্কার ও নির্মান কমিটির সদস্যরা । এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি ঠাকুর দাস পাল, সাধারণ সম্পাদক সুনীল চন্দ্র রায় স্বপন, ক্ষীরোদ চন্দ্র মন্ডল, রেখা রাণী পাল, ভাসনা পাল, তুলসী রাণী, চৈতন্য পালসহ অন্যরা।
এ ব্যাপারে কল্পনা রাণী পাল বলেন, আমি মন্দির নির্মানের বিপক্ষে নই। তবে বিদ্যালয়ের জায়গা অন্য কেউ যেন দখল করতে না পারেন সে জন্যই আমি আদালতের আশ্রয় নিয়েছি। এ ব্যাপারে আদালতই সিদ্ধান্ত দিবেন বলে তিনি জানান।
উল্লেখ, গত বৃস্পতিবার কল্পনা রাণী বাসইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের জায়গা দখলের অভিযোগ করেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।