“হবিনন্দী মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন”

Daily Ajker Sylhet

১৫ ফেব্রু ২০২০, ০১:২৯ অপরাহ্ণ


“হবিনন্দী মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন”

হবিনন্দী যুব সমাজ আয়োজিত তয় হবিনন্দী মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট আজ শনিবার উদ্বোধন হয়েছে।

টুর্নামেন্টে সিলেটের বিভিন্ন স্থান থেকে ৩২ টি দল অংশগ্রহণ করছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক লায়েক আহমেদ চৌধুরী
প্রোপাইটর আল-আরাফা ট্রাভেলস, খাদিম পাড়া ইউ/পি চেয়ারম্যান জনাব এড আফছর আহমদ,

বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী জনাব জুনেদ আহমেদ, মোজাহিদুল ইসলাম ভুইয়া হাবিব ব্যাংক ম্যানেজার আরও উপস্তিত ছিলেন জনাব সেবুল আহমেদ,মোঃ সিরাজ উদ্দিন,জনাব আব্দুল হান্নান শিপন,আব্দুল জলিল ময়না মিয়া,ফয়েজ উদ্দিন পলাশ,শাহিন আহমেদ,সালাহ উদ্দিন আহমেদ মাসুম

এছাড়া উপস্থিত ছিলেন কমিটির সদস্য রাজন,হিরা,খালেদ,শাওন,সানি,কামিল,কাদির, ফাহিম,আলামিন,ফাইয়াজ,হিমেল,ইমন,সাজন, আলামিন২,তুফায়েল,রায়হান,জাহিদ

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পাড়ামহল্লায় খেলাধুলা আয়োজনের মাধ্যমে প্রতিভাবান খেলোয়ার গড়া যায়। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের টুর্নামেন্ট থেকে ভালো খেলোয়াড় তৈরি হয়। যারা একসময় দেশে বিদেশে সুনাম অর্জন করতে সক্ষম হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।