অসহায় মানুষের মাঝে চাল ও মাস্ক বিতরণ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:৪২, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

অসহায় মানুষের মাঝে চাল ও মাস্ক বিতরণ

ADMIN, USA
প্রকাশিত মার্চ ২৯, ২০২০
অসহায় মানুষের মাঝে চাল ও মাস্ক বিতরণ

 

মেহেরপুর প্রতিনিধি ঃ
মেহেরপুরের গাংনীতে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারী ভাবে লক ডাউন এর কারনে দিনমজুর, স্বল্প আয়ের লোকজন বিশেষ কওে গ্রামের দুস্থ অসহায় মানুষগুলো পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। দুস্থ অসহায় লোকজনের কষ্টের কথা ভেবে উপজেলার কাজীপুর ইউপির ৯ নং ওয়ার্ড ভবানীপুর গ্রামের মেম্বর আনারুল ইসলাম ওরফে আনার মেম্বর তার ব্যক্তিগত উদ্যোগে প্রায় দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে ৫ কেজি করে চা’ল ও করোনা ভাইরাস থেকে স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ, সামাজিক দুরত্ব মেনে চলতে একটি করে মাস্ক বিতরণ করেন। আজ রবিবার সকাল ১০ টার সময় তার নিজ বাস ভবন ভবানীপুর গ্রামে চা’ল এবং মাস্ক বিতরণ করা হয়। এসময় স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বক্তব্য রাখেন, মেম্বর আনারুল ইসলাম ও অন্যান্যরা। বক্তব্যে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য জনসচেতনতা, প্রবাস ফেরত ব্যক্তিদের বাড়ীতে কোয়ারেন্টাইনে অবস্থান, সাবান দিয়ে হাত ধৌত করা, মাস্ক ব্যবহার করা, গণজমায়েত এড়িয়ে চলা ও নিজ নিজ বাড়ীতে অবস্থান করার পরামর্শ দেয়া হয়। একইসাথে গরীবদের সাহাযার্থে বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, ভবানীপুর পুলিশ কাম্প ইনচার্জ এসআই ওয়ালিউর রহমান, ভবানীপুর গ্রামের বিশিষ্ট আওয়ামীলীগ নেতা হাজী আইতাল হক, বেতবাড়ীয়া গ্রামের ওয়ার্ড কৃষক লীগের সেক্রেটারী শফিকুল ইসলাম, যুবলীগ নেতা সোহেল রানা ও উজ্জ্বল হোসেন, সাংবাদিক ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এর আগে করোনা ভাইরাস থেকে মুক্ত হতে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।