সিলেট ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে নগরীর আম্বরখানা এলাকায় প্রায় ৫০০ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়ে।
এসময় উপস্থিত ছিলেন- ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাবেক ছাত্রনেতা ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সালেহ আহমেদ লিমন, জুমাদিন আহমেদ, আরিফ আহমেদ সুমন, রাহাত তরফদার, এহিয়া আহমেদ সুমন, সয়েফ উদ্দিন সাবের, ইমদাদুল হক জাহেদ, মামুন আহমেদ, কিশওয়ার জাহান সৌরভ, ফুজায়েল আহমেদ জনি, রঞ্জন রয়, শফায়েত খান, মন্সুর আলম ডেভিড, রাবিব মুহতাদি, খয়ের আহমেদ রিমন, ওয়াকিল কুরেশি, মিকদাদ চৌধুরী, পলাশ নির্জন, তুশান আহমেদ প্রমুখ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।