কোয়ারেন্টিনে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট

Daily Ajker Sylhet

১১ মে ২০২০, ১১:৩৩ পূর্বাহ্ণ


কোয়ারেন্টিনে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট, ঢাকা: মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সেল্ফ-কোয়ারেন্টিনে যাওয়ার পরিকল্পনা করছেন না। শুক্রবার প্রেস সচিব করোনাভাইরাসে আক্রান্ত হলেও রবিবার তার কার্যালয় জানিয়েছে, সোমবার তিনি হোয়াইট হাউসে উপস্থিত থাকবেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

পেন্স-এর মুখপাত্র ডেভিন ওমালে জানান, ভাইস প্রেসিডেন্ট হোয়াইট হাউসের মেডিক্যাল শাখার পরামর্শ মেনে চলবেন এবং কোয়ারেন্টিনে যাবেন না।
এক বিবৃতিতে ওমালে আরও বলেছেন, এছাড়া প্রতিদিন ভাইস প্রেসিডেন্টের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে এবং কাল (সোমবার) হোয়াইট হাউসে উপস্থিত হওয়ার পরিকল্পনা রয়েছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরদের অর্থনীতি খুলে দেওয়ার আহ্বান জানানোর মধ্যেই এখবর সামনে আসলো। যখন অর্থনীতি পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে তখন যুক্তরাষ্ট্রের শাসন কাঠামোর প্রাণকেন্দ্র হোয়াইট হাউসে ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে। করোনা মোকাবিলায় গঠিত হোয়াইট হাউস টাস্কফোর্সের শীর্ষ কয়েকজন কর্মকর্তা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন তারা সেল্ফ-কোয়ারেন্টিনে থাকবেন। করোনা পজিটিভ ব্যক্তিদের সংস্পর্শে আসার আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।