গাংনীতে যুবদলের খাদ্য সামগ্রী বিতরণ

Daily Ajker Sylhet

১৫ মে ২০২০, ১১:২৪ অপরাহ্ণ


গাংনীতে যুবদলের খাদ্য সামগ্রী বিতরণ

মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপি ও যুবদলের পক্ষ থেকে কর্মহীন ও অসচ্ছল পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ধানখোলা ও জুগিন্দা গ্রামের ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়। খাদ্য সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। সার্বিক সহযোগিতা করেন সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্রো, গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, ,বিএনপি নেতা মনিরুজ্জামান গাড্ডু, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান,জেলা যুবদলের সাধারন সম্পাদক কাউছার আলী,জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আব্দাল হক,উপজেলা যুবদলের আহবায়ক চপল বিশ্বাস,সদস্য সচিব জাহিদ হোসেন,বিএনপি নেতা জামাল আহমেদ,পৌর কাউন্সিলর যুবদল নেতা এনামুল হক প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।