হোসেনপুরে ইমাম ও পুরোহিতরা পেল খাদ্য সহায়তা
১৫ মে ২০২০, ১১:৩৫ অপরাহ্ণ

মো:জাকির হোসেন, হোসেনপুর,( কিশোরগঞ্জ) :
কিশোরগঞ্জের হোেেসনপুরে করোনা দুর্যোগে এবার মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতরা পেলেন খাদ্য সহায়ায়তা। ১১০ জনের মধ্যে এ ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। অন্যান্য পেশার লোকজনের মতো তারাও কষ্টে জীবনযাপন করছিলেন। তাই এসব অভাবগ্রস্ত ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাঝে খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এসেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে একশ জন ইমাম-মুয়াজ্জিম ও দশ জন পুরোহিতের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন হোসেনপুর-কিশোরগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
উপজেলা পরিষদ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেকে তার পরিবারের জন্য ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ৫ কেজি আলু, ১ কেজি লবন দেওয়া হয়।
এ সময় সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার(ভূমি) ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোস্তাফিজুর রহমান প্রমুখ।