বাহিরচর বিএনপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৫৪, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বাহিরচর বিএনপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

ADMIN, USA
প্রকাশিত মে ১৮, ২০২০
বাহিরচর বিএনপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

 

জাহাঙ্গীর হোসেন জুয়েল কুষ্টিয়া, প্রতিনিধি :
দেশে মহামারি করোনা ভাইরাসের সংকটকালীন মুহুত্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম এর সার্বিক তত্বাবধায়নে উপজেলার বাহিরচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সোমবার বাহিরচর ইউনিয়নের অসহায় দুস্থ ও কর্মহীন হয়ে পড়া ৫০০ শতাধিক পরিবারের মাঝে খাদ্যা সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম। বাহিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী মেম্বর এর সভাপতিত্বে খাদ্যা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম বিশু,ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি আবু দাউদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ছানাউল্লাহ ছানা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু,বাহিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ভেড়ামারা উপজেলা যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম লাভলু,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীম রেজা শামীম,বিএনপি নেতা জহুরুল ইসলাম বিজলী, নাসিরুল ইসলাম, মাহাবুল, আব্দুল জলিল মেম্বার,ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সাইফুল ইসলাম রোকন, বাহিরচর ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক, উপজেলা ছাত্রদল নেতা আসাদুজ্জামান শহিদ, আবু বক্কর সিদ্দিক রকি প্রমুখ। ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম জানান করোনা ভাইরাসের সংকটকালীন মুহুত্বে বিএনপির উদ্যোগে ভেড়ামারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায়, দুস্থ ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।