পোরশা (নওগাঁ) :
নওগাঁর পোরশা উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া পুনর্ভবা নদিতে জেলেদের পাতানো অবৈধ সুতি জাল অপসারনের লক্ষ্যে এক অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার নির্দেশনায় মৎস, বিজিবি ও পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ। এসময় পুনর্ভবা নদির বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে একাধীক সুতি জাল কেটে অপসারন করা হয়। ইউএনও নাজমুল হামিদ রেজা জানান, সুতি জাল পাতানোর কারনে ধান বহনকারী নৌকা ও ট্রলার গুলির যাতায়াতে অসুবিধা হয়। এছাড়াও ব্যাপকভাবে ছোট মাছ ধরার কারনে এ অঞ্চলের মানুষ বড় মাছ থেকে বঞ্চিত হচ্ছে। ফলে সকলের সুবিধার জন্য সুতি জাল অপসারন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।