সিলেট বিভাগের উন্নয়নে হাসান আলীর পরামর্শঃ———– – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:৩১, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

সিলেট বিভাগের উন্নয়নে হাসান আলীর পরামর্শঃ———–

প্রকাশিত জুন ৮, ২০২০
সিলেট বিভাগের উন্নয়নে হাসান আলীর পরামর্শঃ———–

Manual6 Ad Code

মহামারী করোনা বিশ্বের অর্থনীতি ধ্বংসে দিক নিয়ে যাচ্ছে ৷সিলেট বিভাগও করোনা আক্রান্তে লন্ড ভন্ড, আমার এলাকা আউশকান্দি ইউনিয়নে(নবীগঞ্জ) করোনা রোগী সনাক্ত হয়েছে ৷ তবে জীবন চলমান, যারা বেঁচে থাকিবে তাহাদের জীবনমান উন্নয়নে এখন থেকেই পরিকল্পনা গ্রহন করে অগ্রসর হওয়ার চক তৈরী করতে হবে ৷ সিলেট বিভাগে উন্নয়নে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার নেতাদের নিয়ে সিলেটের চেম্বার অব কমার্স ও নির্বাচিত জন প্রতিনিধিদের সহায়তা রপ্তানী বানিজ্য বৃদ্ধি করে সিলেটের বেকার সমস্যার সমাধান করতে আমার পরিকল্পনা ৷ সিলেটের জনসংখ্যা ১ কোটি ২১ লক্ষ ৷সিলেট বিভাগে ৪ জেলা ৪০ টি উপজেলা, ১৯টি পৌরসভা ৩৩৬ টি ইউনিয়ন মোট মেম্বার ৪ হাজার ৩২ জন(মহিলা মেম্বার সহ)১০হাজার ২শত ২৪টি গ্রাম ১৯ জন এমপি, ৫ জন মন্ত্রী আছেন ৷জালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা বর্তমান সভাপতি জনাব মইনুল হক চৌধুরী হেলাল ও সেক্রেটারী জনাব মিজানুর চৌধুরী শেফাজ সাহেব অত্যন্ত ভিশনারী ও কর্মঠ ৷ জালালাবাদের প্রতিষ্ঠাতা সেক্রেটারী জনাব এম এম শাহিন(সাবেক এমপি) ও আমি হাসান আলী(প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক) পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে নিউ সিটির কাউন্সিলম্যান ও নিউইয়র্ক স্টেটের এসেম্বলীম্যান ও স্টেট সিনেটরদের মধ্য থেকে কয়কেজন নিয়ে আগামীতে সিলেট ভ্রমনে গেলে সিলেট সিটিকে নিউইয়র্ক সিটির সাথে ইন্টারন্যাশনাল সিস্টার সিটিতে পরিনত করব এবং নিউইয়র্ক স্টেটের বিশ্ববিদ্যালয়গুগির সাথে সিলেটের বিশ্ব বিদ্যালয়গুলির যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে ছাত্র বিনিময় করা ৷ অন্যদিকে নিউইয়র্ক স্টেটের ২ কোটি সহ আমেরিকার ৩৩ কোটি জনগণের চাহিদামত পর্ণ্য সামগ্রী যেমন গার্মেন্ট, ঔষধ, ফার্নিচার, জুতা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সিলেটে তৈরী করে রপ্তানীর ব্যবস্হা করলে সিলেটের বেকার সমস্যার সমাধান হবে এবং বাংলাদেশ বৈদেশিক মূদ্রা অর্জন করতে পারবে ৷নিউইয়র্ক সহ আমেরিকার বিভিন্ন সিটিতে অবস্হানরত জালালাবাদবাসীরা নিজ নিজ সিটি ও স্টেটে নির্বাচিত প্রতিনিধিদের আগামীতে সিলেট সিটিতে নিয়ে যেতে বিনীত অনুরোধ জানাচ্ছি ৷ফেসবুকের সন্মানিত বন্ধুগণ নিজ নিজ অভিজ্ঞতা দিয়ে সিলেট বিভাগের উন্নয়নে অবদান রাখার আহবান জানাচ্ছি ৷আল্লাহ আমাদের সহায় হউন ৷

Manual7 Ad Code

হাসানআলী, প্রেসিডেন্ট অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকান্স ৷

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code