কৃষকদের আবহাওয়া এ্যাপস ব্যবহার শেখালেন কৃষি কর্মকর্তা

Daily Ajker Sylhet

০৯ জুন ২০২০, ১১:০৫ পূর্বাহ্ণ


কৃষকদের আবহাওয়া এ্যাপস ব্যবহার শেখালেন কৃষি কর্মকর্তা

গোয়ালন্দ (রাজবাড়ী) :
আবহাওয়ার এ্যাপস ব্যবহার করে আবহাওয়ার পূর্বাভাস জানা এবং সে অনুযায়ী চাষাবাদ করে অধিক লাভবান হওয়া সম্ভব। এতে ফসলের উৎপাদন খরচ কম এবং রোগ-বালাইয়ের হার কম থাকায় কৃষক অনেক বেশি উপকৃত হন।
মঙ্গলবার গোয়ালন্দ উপজেলা হলরুমে এই এ্যাপস ব্যবহারের উপর দিনব্যাপী কৃষকদের প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা শিকদার মোঃ মোহায়মেন আক্তার এ কথাগুলো বলেন।
কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় কৃষি সংক্রান্ত তথ্য বিস্তার বিষয়ক ০১ দিনের এ প্রশিক্ষণে স্মার্ট ফোন ও অনলাইনে ব্যবহারকারী উপজেলার ৩০ জন কৃষক অংশ নেন।
এ বিষয়ে কৃষি কর্মকর্তা শিকদার মোঃ মোহায়মেন আক্তার আশা প্রকাশ করে বলেন, কৃষকরা এই প্রশিক্ষন হতে অনেক উপকৃত হবেন।এখন থেকে তারা অনলাইনের মাধ্যমে কৃষি আবহাওয়া সহ কৃষি বিষয়ক নানা তথ্য ঘরে বসেই সংগ্রহ করতে পারবেন।এ জন্য এই প্রশিক্ষণে স্মার্ট ফোন ব্যবহারকারী কৃষকদের আমন্ত্রণ জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।